রাজশাহীতে আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। জাতীয় গ্রন্থকেন্দ্রের সার্বিক সহযোগিতায় মেলাটি অনুষ্ঠিত হবে রাজশাহী কালেক্টরেট মাঠে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
তিনি বলেন, “বইমেলাটি আগামী ৩১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান হবে শুক্রবার বিকেল ৪টায়, আর সমাপনী অনুষ্ঠান হবে ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায়। কর্মদিবসে মেলা চলবে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।”
অতিরিক্ত বিভাগীয় কমিশনার জানান, এবারের মেলায় ১১টি সরকারি প্রতিষ্ঠান ও ৭০টি বেসরকারি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। অর্থাৎ মোট ৮১টি প্রতিষ্ঠান থাকবে এবারের বইমেলায়। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, কবি নজরুল ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
তিনি আরও জানান, প্রতিদিন বিকেল ৬টায় মেলার মূলমঞ্চে একটি করে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বাদে বাকি সাত দিনে সাতটি আলাদা বিষয়ে আলোচনা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের শিক্ষক, অধ্যাপক ও সাহিত্যপ্রেমীরা এসব আলোচনায় অংশ নেবেন।
এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাজশাহী শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি এবং স্থানীয় ১০ থেকে ১২টি সাংস্কৃতিক সংগঠন এসব আয়োজন পরিচালনা করবে।
হাবিবুর রহমান বলেন, “আমরা চাই এবারের বইমেলাটি একটি বর্ণাঢ্য, জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হোক। মাঠ প্রস্তুতি, সাজসজ্জা ও প্রচারণার কাজ প্রায় শেষের পথে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে।”
তিনি সবাইকে বইমেলায় অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।

