logo
ads

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের পুরস্কার বিতরণী

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশকাল: ১ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পি.এম
সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের পুরস্কার বিতরণী

বর্তমান বাংলা

জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। "পৃথিবীকে গড়তে হলে সবার আগে গড়ো" শ্লোগানের মধ্য দিয়ে শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শাখার উপদেষ্টা সভাপতি অধ্যক্ষ ইমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত খান। তিনি বলেন, জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর শিশু-কিশোরদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক চরিত্র উন্নয়নের জন্য মহৎ কাজ করছে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের সব সময় ভালো কাজের জন্য উৎসাহিত করতে হবে এবং ফুলকুঁড়ি আসরের মতো কার্যক্রমে যুক্ত রাখতে হবে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় সমাজ সেবা ও সার্কুলেশনের সম্পাদক মাহাবুব সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা শাখার ধীমান অগ্রপথিক সালমান রাফিদ ও ফাহিম আহমদ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাতক্ষীরা শাখার পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী পরিচালক ফুয়াদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে শিশুদের জন্য আয়োজিত মাইন্ড ম্যারাথন, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ